Solution
Correct Answer: Option D
- ‘গরবা’ শব্দটি মূলত গুজরাটি ভাষা থেকে এসেছে।
- এটি ভারতের গুজরাট রাজ্যের একটি অত্যন্ত জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী লোকনৃত্য।
- ‘গরবা’ শব্দটি সংস্কৃত শব্দ 'গর্ভদ্বীপ' থেকে উদ্ভূত হয়েছে।
- নবরাত্রি উৎসবের সময় নারী ও পুরুষ উভয়েই ঐতিহ্যবাহী পোশাকে এই নৃত্য পরিবেশন করে থাকেন।
- বাংলা ভাষায় আগত অন্যান্য উল্লেখযোগ্য গুজরাটি শব্দগুলি হলো— হরতাল, খদ্দর, জয়ন্তী ইত্যাদি।