দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?

A রুপসা

B ভৈরব

C ধলেশ্বর

D হাড়িয়াভাঙ্গা

Solution

Correct Answer: Option D

- দক্ষিণ তালপট্টি একটি দ্বীপ।
- এ দ্বীপটি হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত।
- দ্বীপটি বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার অন্তর্ভুক্ত বঙ্গোপসাগরের অগভীর সামুদ্রিক মহীসোপান এলাকায় অবস্থিত।
- বর্তমানে এটি বিলুপ্ত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions