৬৩ লিটার পরিমান মিশ্রণে এসিড ও পানির অনুপাত ৭ : ২। ঐ মিশ্রণে এসিড ও পানির পরিমাণ কত?
A ৩৯ লি. ২৪ লি.
B ৪৯ লি. ১৪ লি
C ২৪ লি. ৩৯ লি.
D ২৯ লি. ৩৪ লি.
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
এসিড : পানি = ৭ : ২
অনুপাতের রাশিদ্বয়ের যোগফল = ৭ + ২ = ৯
এসিডের পরিমাণ = (৬৩ × ৭/৯ ) = ৪৯ লিটার
পানির পরিমাণ = ( ৬৩ × ২/৯ ) = ১৪ লিটার