'জমীদার দর্পণ' নাটকটির নাট্যকার কে? 

A মুনীর চৌধুরী 

B মীর মশাররফ হোসেন

C মাইকেল মধুসূদন দত্ত 

D জহির রায়হান

Solution

Correct Answer: Option B

- মীর মশাররফ হোসেন রচিত মুসলিম চরিত্র অবলম্বনে বিখ্যাত নাটক 'জমীদার দর্পণ' (১৮৭৩)।
- অত্যাচারী ও চরিত্রহীন জমিদার হায়ওয়ান আলীর অত্যাচার এবং অধীনস্ত প্রজা আবু মোল্লার গর্ভবতী স্ত্রী নূরন্নেহারকে ধর্ষণ ও হত্যার কাহিনী এর মূল বিষয়।

- তাঁর রচিত অন্যান্য নাটক:
- 'বসন্তকুমারী' (১৮৭৩),
- 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯),
- 'নিয়তি কি অবনতি' (১৮৮৯),
- 'টালা অভিনয়' (১৮৯৭)।

মীর মশাররফ হোসেন রচিত আত্মজীবনী:
- গাজী মিয়াঁর বস্তানী,
- আমার জীবনী,
- কুলসুম জীবনী।

প্রবন্ধ:
- গো-জীবন
- গোকুল নির্মূল আশঙ্কা

গ্রন্থ:
- উদাসীন পথিকের মনের কথা
- গাজী মিয়াঁর বস্তানী

তাঁর রচিত প্রহসন:
- এর উপয় কি, ভাই ভাই এইতো চাই,
- ফাঁস কাগজ,
- বাঁধা খাতা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions