বীজগণিতীয় রাশির যে যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকলে, ঐ অংশগুলোর প্রত্যেকটিকে কি বলে?
A যোগ
B বিয়োগ
C রাশির পদ
D প্রতীক
Solution
Correct Answer: Option C
বীজগণিতীয় রাশির যে যে অংশগুলো যোগ ও বিয়োগ চিহ্ন দ্বারা যুক্ত থাকে ঐ অংশগুলোর প্রত্যেকটিকে রাশির পদ বলে।
2x + 3y = 0
এখানে, 2x ও 3y হলো দুইটি রাশির পদ।