A man performs (3/5) of the total journey by rail, 7/20 by bus and the remaining 6.5 km on foot. His total journey is -
Solution
Correct Answer: Option D
(প্রশ্ন-এক ব্যক্তি তাঁর সম্পূর্ণ ভ্রমণের (3/5) অংশ ট্রেনে চড়ে, (7/20) অংশ বাসে চড়ে, এবং 6.5 কিলোমিটার পায়ে হেঁটে পাড়ি দেয় । তাঁর মোট যাত্রাপথ কত কিলোমিটার ছিল?)
ধরি, তাঁর মোট যাত্রাপথের দূরত্ব ছিল x কিলোমিটার
ট্রেনে যায় = (3/5)x km
বাসে যায় = (7/20)x km
পায়ে হেঁটে যায় = 6.5 km
মোট দূরত্ব = [(3x/5)+(7x/20)+6.5] = (12x+7x+130)/20}
প্রশ্নমতে, {(12x+7x+130)/20} = x
=> 19x + 130 = 20x ∴ x = 130 km