I spent ... with the patient.
Solution
Correct Answer: Option D
- ‘Some time’ শব্দগুচ্ছটি noun phrase; যার অর্থ ‘কিছু সময়’।
- প্রদত্ত বাক্যের অর্থ দাঁড়ায় ‘আমি রোগীর সাথে কিছু সময় ব্যয় করেছি’।
- অন্যদিকে, Sometimes একটি adverb; যার অর্থ ‘মাঝে মাঝে’।
- Sometime একটি adverb; যার অর্থ ‘অনির্দিষ্ট কোনো সময়ে’।
- এবং Some times বলতে বোঝায় ‘কতিপয় বার’ বা ‘কয়েকবার’।
- বাক্যে অর্থের সামঞ্জস্য রক্ষার্থে শূন্যস্থানে তাই সঠিক উত্তর হবে some time।