বাংলাদেশের পাঁচ টাকার নোটে কোন মসজিদের ছবি আছে?
Solution
Correct Answer: Option D
- পাঁচ টাকার নোট ১৯৭২ সালের ৪ অক্টোবর ইস্যু হওয়া বাংলাদেশী টাকার একটি নোট।
- এটি সরকারী নোট হিসেবে পরিচিত, যেখানে অর্থসচিবের স্বাক্ষর থাকে।
- পাঁচ টাকার নোটটির প্রথম নকশা করেন কে.জি মুস্তফা।
- বর্তমানে পাঁচ টাকার নোটের সামনের অংশে শেখ মুজিবুর রহমান ও জাতীয় স্মৃতিসৌধের ছবি এবং পিছনের অংশে কুসুম্বা মসজিদের ছবি রয়েছে।