Laparoscopy এর যন্ত্রপাতি নিচের কোন পদ্ধতিতে জীবাণুমুক্ত করা হয়?

A Savlon

B Cidex

C Lysol

D Boiling

Solution

Correct Answer: Option D

- Laparoscopy এর যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে সাধারণত Autoclave ব্যবহার করা হয়।
- এটি এমন একটি যন্ত্র, যা ১২১°সে. তাপমাত্রায় উচ্চচাপযুক্ত বাষ্পের মাধ্যমে ১৫-২০ মিনিট ধরে জীবাণুমুক্তি সম্পন্ন করে।
- এই প্রক্রিয়াটি Boiling পদ্ধতির ওপর ভিত্তি করে তৈরি, যা যন্ত্রপাতির সকল ব্যাকটেরিয়া, ভাইরাস ও স্পোর ধ্বংস করতে কার্যকর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions