Who is the founder of electric cars manufacturing company "Tesla''?
Solution
Correct Answer: Option C
টেসলা হল বিশ্বের অন্যতম ইলেক্ত্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ।প্রতিষ্ঠানটির মূল্য লক্ষ্য হল গ্রাহকদের হাতের নাগালের মধ্যে দাম সীমাবদ্ধ রেখে সবার জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করে পরিবেশ দূষণ রোধ করা। এটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হলেন ইলন মাস্ক ।তিনি রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সেরও প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ।উল্লেখ্য , ফোরবস ম্যাগাজিন ২০২১ এর জরিপ অনুযায়ী বিশ্বের ৩য় ধনী হলেন ইলন মাস্ক