What is the venue of 10th D-8 summit?

A Ankara

B Kuala Lampur

C Dhaka

D Islamabad

Solution

Correct Answer: Option C

উন্নয়নশীল ৮ মুসলিম দেশের জোট ডি -৮ নামে পরিচিত । 
- এটি একটি অর্থনৈতিক উন্নয়ন জোট ,যা ১৫ জুন, ১৯৯৭ সালে প্রতিষ্ঠিত হয় । 
- বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরান, নাইজেরিয়া,পাকিস্তান ও তুরস্ক এই ৮ টি দেশ নিয়ে ডি -৮ সংস্থা গঠিত এবং
- এর সদর দপ্তর ইস্তাম্বুল ,তুরস্ক । 
- ডি -৮ এর দশম সম্মেলন ৫-৮ এপ্রিল ভার্চুয়ালি ঢাকায় অনুষ্ঠিত হয় ।
- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর বর্তমান সভাপতি ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions