রোকেয়া সাখাওয়াত হোসেনের গ্রন্থ- 

A অবরোধবাসিনী 

B আনোয়ারা 

C জোহরা 

D রজনী

Solution

Correct Answer: Option A

- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গদ্যগ্রন্থ 'অবরোধবাসিনী' (১৯৩১)।
- নকশাধর্মী ছোট ছোট রচনাগুলির মধ্যে ফুটে উঠেছে অবরুদ্ধ নারীর মর্মান্তিক জীবনকথা।
- তিনি এ গ্রন্থে বাংলা, বিহার, উড়িষ্যা, লাহোর, পাঞ্জাব, দিল্লি ও আলীগড়ের সম্ভ্রান্ত ও উচ্চবিত্ত মুসলিম পরিবারে পর্দার নামে অবরোধের অমানবিক ৪৭টি চিত্র তুলে ধরেছেন।

- গ্রামীণ জীবনের পটভূমিকায় মুসলমান সম্প্রদায়ের পারিবারিক ও সামাজিক চিত্রের আলোকে নজিবর রহমান রচিত উপন্যাস 'আনোয়ারা' (১৯১৪)।
- মোহাম্মদ মোজাম্মেল হক রচিত সামাজিক উপন্যাস 'জোহরা' (১৯২৬)।
- বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মনস্তাত্ত্বিক বিশ্লেষণমূলক উপন্যাস 'রজনী' (১৮৭৭)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions