‘রসুল বিজয়’ কাব্যের প্রথম রচয়িতা কে?
A আব্দুল হাকিম
B শেখ চাঁদ
C মীর মোহাম্মদ শফী
D জৈনুদ্দীন
Solution
Correct Answer: Option D
'মধ্যযুগের শামসুদ্দীন ইউসুফ শাহের পৃষ্ঠপোষকতায় 'রসুলবিজয়' নামে প্রথম কাব্য রচনা করেন জৈনুদ্দীন।পরবর্তীতে শেখ চাঁদ ও শাহ বারিদ খানও 'রসুলবিজয়' নামে কাব্য রচনা করেন।