Solution
Correct Answer: Option A
- ইউরোপীয় ইউনিয়নে ব্যবহৃত মুদ্রার নাম ইউরো (Euro)। এটি ইউরোপীয় ইউনিয়নের ২০টি সদস্য দেশের অভিন্ন মুদ্রা।
অন্যান্য মুদ্রাগুলি:
- ডলার (Dollar): এটি ব্রুনাই, সুরিনাম, পূর্ব তিমুর, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হংকং প্রভৃতি দেশের মুদ্রা।
- পাউন্ড (Pound): এটি সুদান, দক্ষিণ সুদান, যুক্তরাজ্য, মিশর, সিরিয়া প্রভৃতি দেশের মুদ্রা।
- ইয়েন (Yen): এটি জাপানের মুদ্রা।