মাতৃমৃত্যু হারের প্রধান কারণ? 

A PPH 

B Eclampsia 

C Abortion 

D Obstructed labour

Solution

Correct Answer: Option B

- একলেমশিয়া এক ধরনের খিচুনি যা গর্ভবতী মহিলাদের হয়।
- এটি সন্তান প্রসবের সময় বা প্রসবের পরেও হতে পারে।
- এর লক্ষণগুলো হলো- অস্বাভাবিকভাবে ওজন বেড়ে যাওয়া, মুখ বা হাত ফুলে যাওয়া, প্রচণ্ড মাথা ব্যথা হওয়া ও চোখে অন্ধকার দেখা। এটি বাংলাদেশে মাতৃমৃত্যুর প্রধান কারণ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions