মানব দেহে রক্তে সোডিয়াম আয়নের নরমাল Value কত? 

A 120-130 m mol/L 

B 135-155 m mol/L 

C 160-174 m mol/L 

D 135-145 m mol/L

Solution

Correct Answer: Option D

- আমাদের শরীরে বেশ কিছু রাসায়নিক পদার্থ, খনিজ ও লবণ রয়েছে। এগুলো বিভিন্ন শারীরবৃত্তীয় কাজের জন্য প্রয়োজনীয়।
- এদের ইলেকট্রোলাইট বলা হয়।
- শরীরে বিভিন্ন ইলেকট্রোলাইটের পরিমাণ বিভিন্ন রকমের।
- যেমন- রক্তে সোডিয়াম আয়নের পরিমাণ ১৩৬-১৪৫ মিলিমোল।
- এই পরিমাণটি বিভিন্ন কারণে কম বা বেশি হতে পারে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions