Solution
Correct Answer: Option B
- গুপ্তবংশীয় সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত ‘বিক্রমাদিত্য’ উপাধি গ্রহণ করেছিলেন।
- তিনি গুপ্তবংশের প্রথম রাজা ছিলেন যিনি রৌপ্যমুদ্রা প্রচলন করেছিলেন।
- তাঁর রাজসভায় মহাকবি কালিদাস, অমরসিংহ, ধন্বন্তরি প্রমুখ ‘নবরত্ন’ বিরাজ করতেন।
- চীনা পরিব্রাজক ফা-হিয়েন দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলেই ভারতে এসেছিলেন।
- শক বা শকদের পরাজিত করার পর তিনি ‘শকারি’ উপাধিও গ্রহণ করেছিলেন।