f(x) = (2x + 5) / (x - 3) হলে f(4) = ?

A 7

B 9/3

C কোনটিই নয়

D 13

Solution

Correct Answer: Option D

দেওয়া আছে,
f(x) = (2x + 5) / (x - 3)
আমাদের বের করতে হবে f(4) এর মান।
এখন, x এর পরিবর্তে 4 বসিয়ে পাই,
f(4) = (2 × 4 + 5) / (4 - 3)
= (8 + 5) / 1
= 13 / 1
= 13
নির্ণেয় মান: 13

শর্টকাট টেকনিক:
ফাংশনের মান নির্ণয়ের ক্ষেত্রে সরাসরি প্রদত্ত সংখ্যাটি x এর স্থলে মনে মনে বসিয়ে হিসাব করা যায়।
লব = 2 × 4 + 5 = 13
হর = 4 - 3 = 1
সুতরাং, উত্তর = 13/1 = 13

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions