Solution
Correct Answer: Option A
- ‘রাইফেল রোটি আওরাত’ (১৯৭৩) বাংলাদেশের মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত প্রথম উপন্যাস।
- এই উপন্যাসটির রচয়িতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও শহীদ বুদ্ধিজীবী আনোয়ার পাশা।
- ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন অবরুদ্ধ ঢাকায় বসে এপ্রিল থেকে জুন মাসের মধ্যে তিনি এটি রচনা করেন। তিনি এই উপন্যাসের উৎসর্গপত্রে লিখেছিলেন– "মা, তোমার এই সামান্য সন্তান তার সামান্য সামর্থ্য নিয়ে তোমার জন্যই লড়েছিল"।
- এই উপন্যাসের আখ্যানভাগ মূলত ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাত থেকে শুরু করে মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত বিস্তৃত। উপন্যাসের নায়ক সুদীপ্ত শাহীন মূলত আনোয়ার পাশা নিজেই।
• আনোয়ার পাশা রচিত উপন্যাসসমূহঃ
- নীড় সন্ধানী (১৯৬৭),
- নিশুতি রাতের ছায়া (১৯৬৮),
- রাইফেল রোটি আওরাত (১৯৭৩)।
• আনোয়ার পাশা রচিত গল্পগ্রন্থঃ
- নিরুপায় হরিণ (১৯৭০) (প্রকাশিত একমাত্র গল্পগ্রন্থ)।
• আনোয়ার পাশা রচিত প্রবন্ধগ্রন্থঃ
- সাহিত্য শিল্পী আবুল ফজল (১৯৬৭),
- রবীন্দ্র ছোটগল্প সমীক্ষা (প্রথম খণ্ড-১৯৬৩, দ্বিতীয় খণ্ড-১৯৭৩),
- উপন্যাসে সামাজিক চিত্র (১৯৬৮)।
• গুরুত্বপূর্ণ তথ্যঃ
- হাসান হাফিজুর রহমান সম্পাদিত 'একুশে ফেব্রুয়ারি' (১৯৫৩) সংকলনের অন্যতম লেখক ছিলেন আনোয়ার পাশা।
- মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর আলবদর বাহিনী তাকে বাসা থেকে তুলে নিয়ে গিয়ে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানের কাছে হত্যা করে।
- বাংলা একাডেমি তার সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ ১৯৭২ সালে তাকে (মরণোত্তর) বাংলা একাডেমি পুরস্কার প্রদান করে।