Regional Comprehensive Economic Partnership(RCEP) বাণিজ্য চুক্তি কার্যকর হয় কবে?

A ১ জানুয়ারি ২০২২

B ৫ জানুয়ারি ২০২২

C ৭ জানুয়ারি ২০২২

D ১০ জানুয়ারি ২০২২

Solution

Correct Answer: Option A

- চীনের উদ্যোগে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশ নিয়ে গঠিত হল বিশ্বের সবচেয়ে বড় মুক্ত বাণিজ্য জোট।
- ১৫ নভেম্বর ২০২০ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের মধ্যে স্বাক্ষরিত RCEP (The Regional Comprehensive Economic Partnership) চুক্তি হলো বিশ্বের বৃহত্তম আঞ্চলিক বাণিজ্যিক ব্লক বা মুক্ত বাণিজ্য চুক্তি।
- এই জোটের অধীন দেশসমূহের সম্মিলিত জিডিপি বিশ্ব জিডিপির প্রায় ৩০ শতাংশ।
- দক্ষিণ-পূর্ব এশিয়ার জোট আসিয়ানের ১০ দেশের সঙ্গে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ড এই জোটে থাকছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions