Solution
Correct Answer: Option C
রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'চতুরঙ্গ' (১৯১৬) উপন্যাসের চরিত্র শ্রীবিলাস, শচীশ, দামিনী, জ্যাঠামশাই।
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত
- 'পথের দাবী (১৯২৬) উপন্যাসের চরিত্র সব্যসাচী;
- 'চরিত্রহীন' (১৯১৭) উপন্যাসের চরিত্র কিরণময়ী, সাবিত্রী, সতীশ;
- 'শ্রীকান্ত' (১৯১৭, ১৯১৮, ১৯২৭, ১৯৩৩) উপন্যাসের চরিত্র ইন্দ্রনাথ, রাজলক্ষ্মী, শ্রীকান্ত, অভয়া।