Solution
Correct Answer: Option B
- নেত্রকোনা জেলার আইথর গ্রামের অধিবাসী চন্দ্রকুমার দে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ভাটি অঞ্চল থেকে গীতিকা সংগ্রহ করেন, যা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩-৩২ সালে ধারাবাহিকভাবে স্যার আশুতোষ মুখোপাধ্যায় ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের অর্থ সাহায্যে প্রকাশিত হয়।
- পরবর্তীতে ১৯৫৮ সালে এটি চারখণ্ডে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত হয়।
- এ চারখণ্ডের প্রথম খণ্ড 'মৈমনসিংহ গীতিকা' নামে পরিচিত।
- মৈমনসিংহ গীতিকায় মোট ১০টি পালা অন্তর্ভুক্ত করা হয়েছে;
- এর মধ্যে দ্বিজ কানাই রচিত 'মহুয়া' পালা অন্যতম।
- এটি ময়মনসিংহ অঞ্চলে ১৬৫০ সালে রচনা করা হয়।
- দীনেশচন্দ্র সেন এ দৃশ্যকাব্যের ৭৮৯টি ছত্রকে ২৪টি অধ্যায়ে বিভক্ত করেন।
- উল্লেখযোগ্য চরিত্র: নদের চাঁদ, মহুয়া, হুমরা বেদে।নেত্রকোনা জেলার আইথর গ্রামের অধিবাসী চন্দ্রকুমার দে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ভাটি অঞ্চল থেকে গীতিকা সংগ্রহ করেন, যা দীনেশচন্দ্র সেনের সম্পাদনায় ১৯২৩-৩২ সালে ধারাবাহিকভাবে স্যার আশুতোষ