Solution
Correct Answer: Option D
পূর্বপদের ষষ্ঠী বিভক্তি (র,এর) লোপ পেয়ে যে সমাস হয় তাই ষষ্ঠী তৎপুরুষ সমাস । ষষ্ঠী তৎপুরুষ সমাসে 'রাজা' স্থলে 'রাজ ' হয় । যেমন -রাজার পুত্র =রাজপুত্র ।
- এ সমাসে শিশু শব্দ পরে থাকলে স্ত্রীবাচক পূর্বপদ পুরুষবাচক হয় । যেমন -মৃগীর শিশু =মৃগশিশু ।