নিষ্ক্রিয় গ্যাস কয়টি?

A

B

C

D ১০

Solution

Correct Answer: Option B

- পর্যায় সারণির শূন্য গ্রুপের মৌলসমূহ রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং কক্ষ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে। এজন্য এদের নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।
- নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা মোট ৭টি।
যথা:
১) হিলিয়াম (He)
২) নিওন (Ne)
৩) আর্গন (Ar)
৪) ক্রিপটন (Kr)
৫) জেনন (Xe)
৬) রেডন (Rn)
৭) ওগানেসন (Og)

- এদের মধ্যে প্রথম ৬টি প্রাকৃতিকভাবে পাওয়া যায়।
- ওগানেসন (Og) একটি কৃত্রিমভাবে প্রস্তুতকৃত তেজস্ক্রিয় মৌল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions