বাংলার কোন সুলতানের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়?

A শামসুদ্দীন ইলিয়াস শাহ

B নাসিরুদ্দীন মাহমুদ শাহ

C আলাউদ্দিন হোসেন শাহ

D গিয়াস উদ্দিন আজম শাহ

Solution

Correct Answer: Option C

হাবসি শাসন উচ্ছেদ করে বাংলার সিংহাসনে বসেন সৈয়দ হোসেন ।সুলতান হয়ে তিনি 'আলাউদ্দিন হুসেন শাহ্‌' উপাধি গ্রহণ করেন ।বাংলার স্বাধীন সুলতানদের মহদজে হুসেন শাহি আমল ছিল সবচেয়ে গৌরবময় । সুলতান আলাউদ্দিন হুসেন শাহ্‌ ছিলেন হুসেন শাহী যুগের শ্রেষ্ঠ সুলতান ।তাঁর ২৬ বছরের শাসনকালে বাংলায় জ্ঞান -বিজ্ঞান ও শিল্পকলার অভাবিত উন্নতি সাধিত হয়েছিল। এজন্য তাঁর শাসনকালকে বাংলায় মুসলমান শাসনের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয় ।শামসুদ্দিন ইলিয়াস শাহ্‌ ১৩৪২ থেকে ১৪১২ পর্যন্ত সমগ্র বাংলায় প্রথম স্বাধীন সুলতান ছিলেন ।গিয়াস উদ্দিন আজম শাহ্‌ ১৩৯৩ থেকে ১৪১১ খ্রিষ্টাব্দ পর্যন্ত বাংলা শাসন করেন ।নাসিরউদ্দিন মাহমুদ শাহ্‌ ১৪৩৫ থেকে ১৪৫৯ পর্যন্ত বাংলায় ইলিয়াস শাহী বংশের সুলতান ছিলেন ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions