২০২১-২২ সালের জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এশিয়া অঞ্চল থেকে নির্বাচিত সদস্য দেশ কোনটি ?

A ভারত

B কুয়েত

C ভিয়েতনাম

D জাপান

Solution

Correct Answer: Option A

জাতিসংঘের ছয়টি প্রধান অঙ্গের অন্যতম হচ্ছে জাতিসংঘ নিরাপত্তা পরিশদ ,যা 'স্বস্তি পরিষদ ' নামে পরিচিত । 
- আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা এর প্রধান কাজ ।
- এর সদস্য সংখ্যা ১৫ টি (৫ টি স্থায়ী সদস্য -যুক্তরাষ্ট্র ,যুক্তরাজ্য ,রাশিয়া ,চীন ও ফ্রান্স এবং অস্থায়ী ১০ টি ) ।
- অস্থায়ী সদস্যরা ২ বছরের জন্য নির্বাচিত হয় ।
- ২০২১-২২ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে ভারত এশিয়া -প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে নির্বাচিত হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions