Solution
Correct Answer: Option B
- তৎসম ব্যঞ্জনসন্ধির নিয়মানুসারে, বর্গের প্রথম ধ্বনি আগে থাকলে এবং পরে বর্গের তৃতীয় ও চতুর্থ ধ্বনি বা য/র/ল/ব/হ থাকলে প্রথম ধ্বনিটি তৃতীয় ধ্বনিতে পরিণত হয়।
যেমন:
- ষট্+যন্ত্র (ট্+য = ড্ = য) = ষড়যন্ত্র।
- দিক্+বিজয় (ক্+ব = গ্+ব) = দিগ্বিজয়।