'সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত'- উক্তিটি কার?

A রবীন্দ্রনাথ ঠাকুর

B প্রমথ চৌধুরী

C পবিত্র গঙ্গোপাধ্যায়

D সুভাষ মুখোপাধ্যায়

Solution

Correct Answer: Option B

‘সুশিক্ষিত ব্যক্তি মাত্রই স্বশিক্ষিত’— এই বিখ্যাত উক্তিটি প্রখ্যাত প্রাবন্ধিক ও গল্পকার প্রমথ চৌধুরী-র। তাঁর 'বই পড়া' নামক প্রবন্ধে উক্তিটি পাওয়া যায়। এই প্রবন্ধটি তাঁর বিখ্যাত প্রবন্ধ সংকলন 'প্রবন্ধ সংগ্রহ'-এর অন্তর্ভুক্ত। এখানে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষার চেয়ে স্বশিক্ষার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং লাইব্রেরির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।

প্রশ্নের সাথে সম্পর্কিত তথ্যগুলো
- প্রমথ চৌধুরী বাংলা সাহিত্যে 'বীরবল' ছদ্মনামে পরিচিত।
- বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক হিসেবে তিনি আধুনিক বাংলা সাহিত্যে বিশেষ স্থান দখল করে আছেন।
- ১৯১৪ সালে তাঁর সম্পাদিত এবং প্রকাশিত 'সবুজপত্র' পত্রিকা বাংলা আধুনিক সাহিত্যের ইতিহাসে একটি যুগান্তকারী সংযোজন। চলিত ভাষায় সাহিত্য রচনাকে তিনি এই পত্রিকার মাধ্যমে আন্দোলনে পরিণত করেছিলেন।

প্রমথ চৌধুরী রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- সনেট পঞ্চাশৎ (১৯১৩)
- পদচারণ (১৯১৯)
প্রমথ চৌধুরী রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ:
- তেল-নুন-লকড়ি (১৯০৬)
- বীরবলের হালখাতা (১৯১৬)
- নানাকথা (১৯১৯)
- রায়তের কথা (১৯১৯)
- নানাচর্চা (১৯৩২)
- প্রবন্ধ সংগ্রহ (১৯৫২-৫৩)
প্রমথ চৌধুরী রচিত উল্লেখযোগ্য গল্পগ্রন্থ:
- চার ইয়ারি কথা (১৯১৬)
- আহুতি (১৯১৯)
- নীললোহিত (১৯৪১)
- সেকালের গল্প
- ঘোষালের ত্রিকথা
- গল্প সংগ্রহ

একই নামে অন্য লেখকের সাহিত্যকর্ম:
নীললোহিত:
- প্রমথ চৌধুরীর একটি ছোটগল্প সংকলনের নাম 'নীললোহিত'। আবার আধুনিক বাংলা সাহিত্যের জনপ্রিয় ঔপন্যাসিক সুনীল গঙ্গোপাধ্যায়-এর ছদ্মনামও 'নীললোহিত'

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions