Solution
Correct Answer: Option D
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত 'শেষের কবিতা' (১৯২৯) একটি কালজয়ী রোমান্টিক উপন্যাস। নামের সাথে 'কবিতা' শব্দটি যুক্ত থাকায় অনেকেই এটিকে কাব্যগ্রন্থ মনে করে ভুল করেন, কিন্তু এটি রবীন্দ্রনাথের অন্যতম জনপ্রিয় একটি উপন্যাস। ১৯২৭-২৮ সালে ব্যাঙ্গালোরে অবস্থানকালে রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসটি রচনা করেন এবং এটি ১৯২৯ সালে গ্রন্থাকারে প্রকাশিত হয়।
রবীন্দ্রনাথ ঠাকুর এই উপন্যাসে অমিত ও লাবণ্যের প্রেমের আধুনিক ও মনস্তাত্ত্বিক রূপায়ণ ঘটিয়েছেন। উপন্যাসের মূল উপজীব্য বিষয় হলো প্রেমের স্বরূপ অন্বেষণ। এখানে অমিত রায়ের জবানিতে রবীন্দ্রনাথ প্রেম ও রোমান্সের এক নতুন সংজ্ঞা তৈরি করেছেন।
- এটি রবীন্দ্রনাথ ঠাকুরের ১০ম উপন্যাস।
- উপন্যাসটি 'প্রবাসী' পত্রিকায় (ভাদ্র-কার্তিক, ১৩৩৫ বঙ্গাব্দ) ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
- এই উপন্যাসের প্রধান চরিত্রগুলো হলো: অমিত রায়, লাবণ্য, কেতকী (কেটি), শোভনলাল, যোগমায়া।
- উপন্যাসের বিখ্যাত একটি উক্তি: "কেতকীর সঙ্গে আমার সম্বন্ধ ভালোবাসারই, কিন্তু সে যেন ঘড়ায় তোল জল--- প্রতিদিন তুলব, প্রতিদিন ব্যবহার করব। আর লাবণ্যের সঙ্গে আমার যে প্রেম সেটা দিঘি, সে ঘরে আনবার নয়, আমার মন তাতে সাঁতার দেবে।"
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উপন্যাসসমূহ:
- বউ-ঠাকুরানীর হাট (১৮৮৩)
- রাজর্ষি (১৮৮৭)
- চোখের বালি (১৯০৩)
- নৌকাডুবি (১৯০৬)
- প্রজাপতির নির্বন্ধ (১৯০৮)
- গোরা (১৯১০)
- ঘরে বাইরে (১৯১৬)
- চতুরঙ্গ (১৯১৬)
- যোগাযোগ (১৯২৯)
- শেষের কবিতা (১৯২৯)
- দুই বোন (১৯৩৩)
- মালঞ্চ (১৯৩৪)
- চার অধ্যায় (১৯৩৪)
• জেনেরাভ ভালো (বিভ্রান্তিকর তথ্য নিরসনে):
- 'শেষের কবিতা' (উপন্যাস) - রবীন্দ্রনাথ ঠাকুর। [`কবিতা` শব্দটি থাকলেও এটি উপন্যাস]
- 'শেষের পরিচয়' (উপন্যাস) - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।
- 'শেষের রাত্রি' (ছোটগল্প) - রবীন্দ্রনাথ ঠাকুর।
- 'শেষ লেখা' (কাব্যগ্রন্থ) - রবীন্দ্রনাথ ঠাকুর।