Solution
Correct Answer: Option D
আধুনিক বাংলা কবিতার অন্যতম প্রধান কবি এবং বাংলাদেশের প্রধান কবি হিসেবে খ্যাত শামসুর রাহমান। নাগরিক কষ্ট, দুঃখ, আনন্দ ও রাজনীতি তাঁর কবিতার মূল উপজীব্য। "তুমি আসবে বলে, হে স্বাধীনতা" তাঁর রচিত একটি কালজয়ী কবিতা যা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের প্রেক্ষাপটে রচিত।
- শামসুর রাহমান মূলত নাগরিক কবি হিসেবে পরিচিত।
- "তুমি আসবে বলে, হে স্বাধীনতা" কবিতাটি কবির 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের অন্তর্গত।
- এই কাব্যগ্রন্থটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের পটভূমিতে রচিত।
- কবিতাটিতে মুক্তিযুদ্ধের ভয়াবহতা, সাধারণ মানুষের আত্মত্যাগ এবং স্বাধীনতার জন্য তীব্র আকাঙ্ক্ষা মূর্ত হয়ে উঠেছে।
- শামসুর রাহমান রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম 'প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে' (১৯৬০)।
• শামসুর রাহমান রচিত উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:
- প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে,
- রৌদ্র করোটিতে,
- বিধ্বস্ত নীলিমা,
- নিরালোকে দিব্যরথ,
- নিজ বাসভূমে,
- বন্দী শিবির থেকে,
- দুঃসময়ে মুখোমুখি,
- ফিরিয়ে নাও ঘাতক কাঁটা,
- উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ,
- বাংলাদেশ স্বপ্ন দেখে,
- বুক তার বাংলাদেশের হৃদয় ইত্যাদি।
• শামসুর রাহমান রচিত বিখ্যাত কিছু কবিতা:
- স্বাধীনতা তুমি,
- তুমি আসবে বলে, হে স্বাধীনতা,
- এক ফোটা কেমন অনল,
- আসাদের শার্ট,
- একটি ফটোগ্রাফ,
- বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা ইত্যাদি।
• একই নামে অন্য লেখকের সাহিত্যকর্ম:
- বাংলা সাহিত্যে স্বাধীনতা বিষয়ক অনেক কবিতা থাকলেও এই সুনির্দিষ্ট শিরোনামটি কেবল শামসুর রাহমানেরই বিখ্যাত সৃষ্টি। তবে "স্বাধীনতা তুমি" নামে তাঁর আরেকটি বিখ্যাত কবিতা রয়েছে যা প্রায় পাঠকের মনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। দুটিই 'বন্দী শিবির থেকে' কাব্যগ্রন্থের অন্তর্গত।