'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'- প্রবাদটির অর্থ কী?
Solution
Correct Answer: Option B
'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' একটি বাংলা প্রবাদ। এই প্রবাদটি সাধারণত এমন বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, যারা তাদের বয়সের সাথে মানানসই নয় এমন আচরণ করেন, বিশেষ করে যৌবনোচিত বা শৌখিন ভাবভঙ্গি দেখাতে চান। আক্ষরিক অর্থে, শালিক পাখির ঘাড়ে রোঁ গজানো বা নতুন পালক ওঠা যেমন অস্বাভাবিক, তেমনি বুড়ো বয়সে ছোকরাদের মতো আচরণ করাও হাস্যকর। মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত প্রহসন 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ'-এর বিষয়বস্তুও ছিল একজন বৃদ্ধ জমিদারের লাম্পট্য বা অনৈতিক শখ, যা এই অর্থকে আরও সুদৃঢ় করে। তাই এর সঠিক অর্থ হলো ‘বুড়োর ভীমরতি’ বা বয়স্ক মানুষের তরুণসুলভ আচরণ।
- বাংলা ভাষায় বহুদিনের অভিজ্ঞতায় লোকমুখে প্রচলিত এবং অর্থপূর্ণ উক্তি বা ছড়াকে প্রবাদ-প্রবচন বলা হয়।
- প্রবাদ-প্রবচনের মূল শক্তি হলো এর অন্তর্নিহিত ভাব বা রূপক অর্থ, আক্ষরিক অর্থ নয়।
- মাইকেল মধুসূদন দত্ত ১৮৬০ সালে 'বুড়ো শালিকের ঘাড়ে রোঁ' নামক প্রহসনটি রচনা করেন। এটি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ব্যঙ্গাত্মক নাটক।