Solution
Correct Answer: Option A
Kilowatt-hour (KWh) হল শক্তির একক।
আমরা জানি, Power × Time = Energy
⇒ কিলোওয়াট × ঘণ্টা = শক্তি
• ১ কিলোওয়াট-ঘণ্টা হল সেই বৈদ্যুতিক শক্তি যা ব্যবহৃত হয় যখন একটি ১ কিলোওয়াট শক্তির যন্ত্র ১ ঘণ্টা কাজ করে।
• এটি বাণিজ্যিকভাবে শক্তির একক হিসেবেও ব্যবহৃত হয়, যেখানে ১ ইউনিট বিদ্যুৎ সমান ১ কিলোওয়াট-ঘণ্টা শক্তির।