Solution
Correct Answer: Option D
'ক্রীতদাসের হাসি' উপন্যাসটি প্রকাশিত হয় ১৯৬২ সালে। এটি শওকত ওসমানের অন্যতম শ্রেষ্ঠ রচনা হিসেবে বিবেচিত হয়। আইয়ুব খানের স্বৈরাচারী শাসন ব্যবস্থার সমালোচনামূলক রূপক হিসেবে আরব্য রজনীর হারুন-অর-রশীদের আমলের বাগদাদ নগরীর পটভূমিতে এই উপন্যাসটি রচিত। আপাতদৃষ্টিতে এটি ঐতিহাসিক উপন্যাস মনে হলেও মূলত এটি একটি রাজনৈতিক রূপক বা প্রতীকী উপন্যাস। কথাসাহিত্যে অবদানের জন্য তিনি ১৯৬৩ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন।
• শওকত ওসমানের উল্লেখযোগ্য উপন্যাস:
- জননী (তাঁর প্রথম উপন্যাস),
- ক্রীতদাসের হাসি,
- বনী আদম,
- রাজা উপাখ্যান,
- জাহান্নাম হইতে বিদায়,
- দুই সৈনিক,
- নেকড়ে অরণ্য,
- পতঙ্গ পিঞ্জর,
- আর্তনাদ ইত্যাদি।
• শওকত ওসমানের অন্যান্য সাহিত্যকর্ম:
- আমলার মামলা (নাটক),
- তস্কর ও লস্কর (নাটক),
- বাগদাদের কবি (নাটক),
- চিজ হুজুর (নাটক-ব্যঙ্গ),
- পঞ্চসঙ্গী (গল্পগ্রন্থ)।