কোন বানানটি শুদ্ধ?

A ব্যাকরণ

B ব্যকরণ

C ব্যাকরন

D ব্যকরন

Solution

Correct Answer: Option A

- যে শাস্ত্র পাঠ করলে বাংলা ভাষাকে শুদ্ধরূপে লিখতে, পড়তে ও বলতে পারা যায় তার নাম বাংলা ব্যাকরণ
- ‘ব্যাকরণ’ শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ হলো— বিশেষভাবে বিশ্লেষণ।
- ‘ব্যাকরণ’ শব্দটিকে বিশ্লেষণ করলে পাই— বি+আ+কৃ+অন (ট) = ব্যাকরণ।

ভুল অপশনগুলোর ব্যাখ্যাঃ
- ব্যকরণ: এই বানানটি ভুল কারণ সন্ধির নিয়ম অনুযায়ী ই-কার বা ঈ-কারের পর ভিন্ন স্বরধ্বনি থাকলে 'ই' বা 'ঈ' স্থানে ‘য-ফলা’ (্য) হয় এবং পরের স্বরধ্বনিটি সেই য-ফলার সাথে যুক্ত হয়। এখানে বি+আ = ব্যা হয়, 'ব্য' হয় না। তাই আকার (া) অবশ্যই থাকবে।
- ব্যাকরন: এই বানানটিও ভুল। কারণ, ণত্ব বিধান-এর নিয়ম অনুযায়ী ঋ, র, ষ-এর পর মূর্ধন্য-ণ হয়। যেহেতু এখানে 'র' ধ্বনি আছে, তাই এর পরে দন্ত্য-ন না হয়ে মূর্ধন্য-ণ হবে।
- ব্যকরন: এই বানানটিতে আকার (া) এবং মূর্ধন্য-ণ— দুটিই অনুপস্থিত, তাই এটি সম্পূর্ণ ভুল।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions