It's time you ______ your mistakes.
Solution
Correct Answer: Option B
- ইংরেজি গ্রামারের নিয়ম অনুযায়ী, বাক্যে ‘It is time’ বা ‘It's time’ এবং ‘It is high time’ উল্লেখ থাকলে পরবর্তী verb টি Past Indefinite Tense হয়।
- অর্থাৎ, এর পরের অংশটিতে অবশ্যই Subject + Verb-এর Past form (V2) বসবে।
- সেই অনুযায়ী, প্রদত্ত বাক্যে ‘It's time you’ -এর পরে থাকা verb টির Past form হবে 'realized'।
- তাই সঠিক বাক্যটি হবে: It's time you realized your mistakes.
- উল্লেখ্য, যদি ‘It is time’ বা ‘It is high time’ এর পর কোনো Subject না থাকে, তবে সেটি Infinitive (to + verb) দ্বারা সম্পন্ন করতে হয়। যেমন: It is time to start the work.