একটি তরঙ্গের পিরিয়ড 20 milisecond। এটার frequency হচ্ছে-
Solution
Correct Answer: Option A
পর্যায়কাল বা দোলনকাল (Period) :
তরঙ্গের উপর অবস্থিত কোনাে কম্পনশীল কণার একটি পূর্ণ কম্পন সম্পন্ন করতে যে সময় লাগে তাকে ঐ তরঙ্গের পর্যায়কাল T বলে।
কোনো তরঙ্গের কম্পাংক f এবং পর্যায়কাল T হলে এদের মধ্যে সম্পর্ক: f = 1/T
এখানে,
T = 20 millisecond = 20 × 10- 3 second
∴ f = 1/(20 × 10- 3) Hz
= 50 Hz