একটি PN Junction- এ লিকেজ কারেন্ট প্রবাহিত হওয়ার কারণ-
Solution
Correct Answer: Option A
- PN Junction-এ লিকেজ কারেন্ট মূলত মাইনরিটি ক্যারিয়ার (Minority Carrier)-এর কারণে প্রবাহিত হয়।
- লিকেজ কারেন্ট হলো সেই কারেন্ট যা ডায়োড অফ অবস্থায় PN জাংশনে প্রবাহিত হয়।
- মাইনরিটি ক্যারিয়ার গুলোর সংখ্যা খুব কম হলেও, তাপমাত্রা বৃদ্ধি বা অন্যান্য প্রভাবের কারণে তাদের সংখ্যা বাড়তে পারে, যার ফলে লিকেজ কারেন্ট কিছুটা বাড়তে পারে।