২০ জানুয়ারি ২০২৫ ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো কোন্ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নেন?
Solution
Correct Answer: Option B
- ২০২৫ সালের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই ডোনাল্ড ট্রাম্প প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেয়ার নির্বাহী আদেশে স্বাক্ষর করেন।
- এর আগে ২০১৭ সালে নিজের প্রথম মেয়াদেও তিনি যুক্তরাষ্ট্রকে এই চুক্তি থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, যা ছিল তাঁর দ্বিতীয় মেয়াদে একই চুক্তি থেকে বের হয়ে আসার পুনরাবৃত্তি।
- প্যারিস চুক্তি হলো ২০১৫ সালে গৃহীত একটি বৈশ্বিক জলবায়ু চুক্তি, যার মূল লক্ষ্য হলো বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রাখা।
- ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে তিনি তেল ও গ্যাসের উৎপাদন বাড়ানোর পক্ষে এবং জলবায়ু পরিবর্তনের বিষয়টিকে প্রায়শই উপেক্ষা করে এসেছেন।
- এই সিদ্ধান্ত বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবেলায় আন্তর্জাতিক প্রচেষ্টাকে আবারও বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করেন।