Solution
Correct Answer: Option B
হাজার বছর ধরে প্রখ্যাত ঔপন্যাসিক ও চলচিত্র পরিচালক জহির রায়হান রচিত একটি কালজয়ী সামাজিক উপন্যাস। ১৯৬৪ সালে এই উপন্যাসের জন্য তিনি আদমজী পুরষ্কারে সম্মানিত হন।
তার পরিচালিত চলচ্চিত্রঃ
- সোনার কাজল,
- কাঁচের দেয়ার,
- বাহানা,
- বেহুলা,
- আনোয়ারা,
- সঙ্গম,
- জীবন থেকে নেয়া ।
তার রচিত উপন্যাসঃ
- হাজার বছর ধরে,
- আরেক ফাল্গুন,
- বরফ গলা নদী,
- শেষ বিকেলের মেয়ে,
- আর কত দিন,
- কয়েকটি মৃত্যু,
- তৃষ্ণা ।