নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ করে থাকে?
Solution
Correct Answer: Option D
- BPDB এর পূর্ণরূপ হলো Bangladesh Power Development Board বা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
- এটি বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদন এবং বণ্টনের প্রধান কর্তৃপক্ষ হিসেবে কাজ করে।
- DPDC (Dhaka Power Distribution Company) এবং DESCO (Dhaka Electric Supply Company) মূলত বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান, উৎপাদনকারী নয়।
- অন্যদিকে, PWD (Public Works Department) বা গণপূর্ত অধিদপ্তর সরকারি নির্মাণ ও রক্ষণাবেক্ষণ কাজের সাথে যুক্ত, বিদ্যুৎ খাতের সাথে নয়।
- ১৯৭২ সালে রাষ্ট্রপতির আদেশের মাধ্যমে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বা BPDB গঠিত হয়।