কোন্‌টি D-৮ ভুক্ত দেশ নয়?

A মালয়েশিয়া

B ভারত

C নাইজেরিয়া

D তুরস্ক

Solution

Correct Answer: Option B

- D-8 বা ডেভেলপিং-৮ হলো ৮টি উন্নয়নশীল মুসলিম দেশের একটি আন্তর্জাতিক অর্থনৈতিক জোট।
- এই সংস্থাটি ১৯৯৭ সালের ১৫ জুন তুরস্কের ইস্তাম্বুলে প্রতিষ্ঠিত হয়।
- এই সংস্থাটির সদর দপ্তর তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত।
- D-8 ভুক্ত সদস্য দেশগুলো হলো— বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া এবং তুরস্ক।
- প্রদত্ত অপশনগুলোর মধ্যে ভারত এই সংস্থার সদস্য নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions