Solution
Correct Answer: Option B
- KWh বা কিলোওয়াট-ঘন্টা হলো তড়িৎশক্তি বা এনার্জি পরিমাপের একক।
- মূলত ১০০০ ওয়াট বা ১ কিলোওয়াট ক্ষমতার কোনো বৈদ্যুতিক যন্ত্র এক ঘণ্টা ধরে চললে যে পরিমাণ বিদ্যুৎশক্তি ব্যয় হয়, তাকে ১ কিলোওয়াট-ঘন্টা (1 KWh) বা ১ ইউনিট বিদ্যুৎ বলা হয়।
- বাড়ির বৈদ্যুতিক মিটারে বিদ্যুৎ বিল মূলত এই KWh এককেই হিসাব করা হয়।
- এখানে 'কিলোওয়াট' (kW) হলো ক্ষমতার একক এবং 'ঘন্টা' (h) হলো সময়ের একক।
- পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী, ক্ষমতা ও সময়ের গুণফলই হলো ব্যয়িত শক্তি বা এনার্জি (Energy = Power × Time)।
- অন্যদিকে, ক্ষমতার (Power) একক হলো ওয়াট (Watt) বা কিলোওয়াট (Kilowatt) এবং সময়ের (Time) একক হলো সেকেন্ড বা ঘন্টা।