একটি বৈদ্যুতিক সার্কিটে 22 ohms resistor, 3A current বহন করে। উক্ত resistor-এর across এ voltage কত?
Solution
Correct Answer: Option B
আমরা জানি,
ওহমের সূত্র অনুসারে,
Voltage ($V$) = Current ($I$) × Resistance ($R$)
এখানে দেওয়া আছে,
রোধ, $R = 22\ \text{ohms}$
তড়িৎ প্রবাহ, $I = 3\ \text{A}$
বিভব পার্থক্য বা ভোল্টেজ, $V =\ ?$
মান বসিয়ে পাই,
$V = 3 \times 22$
$\therefore V = 66\ \text{Volts}$
সুতরাং, উক্ত resistor-এর across এ voltage হলো 66 Volts.
শর্টকাট টেকনিক:
প্রশ্নে রোধ ($R$) এবং কারেন্ট ($I$) দেওয়া থাকলে সরাসরি গুণ করে ভোল্টেজ বের করা যায়।
$V = I \times R = 3 \times 22 = 66\ \text{Volts}$