বাংলাদেশে বর্তমানে Air-Conditioning system-এ কোন refrigerant বহুল ব্যবহৃত হচ্ছে?
Solution
Correct Answer: Option D
- R-134A বা 1,1,1,2-Tetrafluoroethane হলো বর্তমানে রেফ্রিজারেটর এবং এয়ার কন্ডিশনিং সিস্টেমে বহুল ব্যবহৃত একটি রেফ্রিজারেন্ট।
- বাংলাদেশে ও সারা বিশ্বে পরিবেশবান্ধব বিকল্প হিসেবে এটি ক্লোরোফ্লুরোকার্বন (CFC) বা R-12-এর প্রধান প্রতিস্থাপনকারী হিসেবে ব্যবহৃত হয়।
- R-134A সূর্যের ওজোন স্তরের কোনো ক্ষতি করে না, যার ফলে এটি মন্ট্রিল প্রোটোকল অনুযায়ী অনুমোদিত রেফ্রিজারেন্ট।
- এর তাপগতীয় বৈশিষ্ট্য বা কুলিং ইফিশিয়েন্সি অত্যন্ত ভালো, যা দ্রুত ঘর বা কন্টেইনার ঠান্ডা করতে সাহায্য করে।
- এটি মূলত গাড়ির এসি, ডোমেস্টিক রেফ্রিজারেটর এবং বিভিন্ন বাণিজ্যিক এয়ার কন্ডিশনিং সিস্টেমে ব্যবহৃত হয়।