Pin Type Insulator কত Voltage এর Line এ ব্যবহার করা যায়?
Solution
Correct Answer: Option C
- পিন টাইপ ইনসুলেটর (Pin type insulator) সাধারণত ৩৩ কেভি (33 kV) বা ৩৩০০০ ভোল্ট পর্যন্ত ভোল্টেজের লাইনে ব্যবহার করা হয়।
- ৩৩ কেভি-এর বেশি ভোল্টেজের জন্য পিন টাইপ ইনসুলেটর ব্যবহার করা লাভজনক ও সাশ্রয়ী হয় না, কারণ তখন ইনসুলেটরের আকার ও ওজন অনেক বেড়ে যায়।
- ৩৩ কেভির বেশি ভোল্টেজের ট্রান্সমিশন লাইনে সাধারণত সাসপেনশন টাইপ ইনসুলেটর (Suspension type insulator) ব্যবহার করা হয়।
- ১১ কেভি (11 kV) ডিস্ট্রিবিউশন লাইনেও পিন টাইপ ইনসুলেটর বহুলভাবে ব্যবহৃত হয়।