Engine এর Stroke বলতে কী বুঝায়?
A Cylinder এর আয়তন
B Cylinder এর অভ্যন্তরীণ ব্যাস
C Connecting rod এর দৈর্ঘ্য
D TDC (Top Dead Center ) BDC (Bottom Dead Center)-এর দূরত্ব
Solution
Correct Answer: Option D
- ইঞ্জিন স্ট্রোক (Engine Stroke) বলতে সিলিন্ডারের ভেতরে পিস্টনের চলাচলের সর্বোচ্চ এবং সর্বনিম্ন সীমার মধ্যবর্তী দূরত্বকে বোঝায়।
- ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনটি সর্বোচ্চ যে উচ্চতায় উঠতে পারে, তাকে TDC (Top Dead Center) বলা হয়।
- একইভাবে, পিস্টনটি সর্বনিম্ন যে অবস্থানে নামতে পারে, তাকে BDC (Bottom Dead Center) বলা হয়।
- সহজ কথায়, TDC থেকে BDC পর্যন্ত পিস্টনের অতিক্রান্ত রৈখিক দূরত্বই হলো স্ট্রোক (Stroke)।
- সিলিন্ডারের ভেতরের এই দূরত্বের মাধ্যমেই Engine Displacement বা ইঞ্জিনের সিসি (cc) নির্ধারিত হয়।