PFI কী কাজ করে ?

A Reduce reactive power

B Maximizing use of real power

C Lowering overall current

D উপরের সবগুলো

Solution

Correct Answer: Option D

- PFI (Power Factor Improvement) প্ল্যান্ট মূলত পাওয়ার ফ্যাক্টরের মান বৃদ্ধি করে ১ এর কাছাকাছি নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হয়।
- এটি সিস্টেমে রিঅ্যাকটিভ পাওয়ার (Reactive Power) বা অকার্যকর বিদ্যুতের পরিমাণ কমিয়ে দেয়, যা আসলে কোনো কাজ না করে কেবল লাইনে লোড বাড়ায়।
- রিঅ্যাকটিভ পাওয়ার কমে যাওয়ায় লাইনের মোট কারেন্ট প্রবাহ (Line Current) হ্রাস পায়, ফলে সিস্টেম লস কমে যায় এবং বিদ্যুতের বিল সাশ্রয় হয়।
- PFI ব্যবহারের মাধ্যমে রিয়েল পাওয়ার (Real Power) বা কার্যকরী শক্তির ব্যবহার সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব হয়।
- এছাড়া এটি ট্রান্সফরমার এবং জেনারেটরের কর্মদক্ষতা বাড়াতে এবং ভোল্টেজ ড্রপ কমাতে সাহায্য করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions