Chancellor of Ex-chequer কোন দেশের অর্থমন্ত্রীর পদবী?
Solution
Correct Answer: Option D
- Chancellor of the Exchequer হলো যুক্তরাজ্যের (UK) সরকারের প্রধান অর্থ ও শুল্কবিষয়ক মন্ত্রীর পদবী।
- এই পদটি বিশ্বের অন্যান্য দেশের অর্থমন্ত্রীর (Finance Minister) সমতুল্য।
- যুক্তরাজ্যের ট্রেজারি বা রাজকোষ বিভাগের প্রধান হিসেবে তিনি ব্রিটিশ সরকারের বাজেট প্রণয়ন ও অর্থনৈতিক নীতি নির্ধারণের দায়িত্ব পালন করেন।
- ঐতিহাসিকভাবে এই পদটি ব্রিটিশ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী চারটি পদের (Great Offices of State) একটি হিসেবে গণ্য হয়।
- যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটের পাশে, ১১ ডাউনিং স্ট্রিট হলো চ্যান্সেলর অফ এক্সচেকারের সরকারি বাসভবন।