‘উত্তম পুরুষ’ উপন্যাসের রচয়িতা কে?
A শওকত ওসমান
B জহির রায়হান
C শহীদুল্লা কায়সার
D রশীদ করিম
Solution
Correct Answer: Option D
- 'উত্তম পুরুষ' উপন্যাসের রচয়িতা রশীদ করিম।
অন্যান্য উপন্যাস-
-প্রসন্ন পাষাণ (১৯৬৩)
-প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮)
-সাধারণ লোকের কাহিনী (১৯৮১)
-একালের রূপকথা (১৯৮১)
-শ্যামা (১৯৮৪)
-বড়ই নিঃসঙ্গ (১৯৮৫) ইত্যাদি।