Choose the correctly spelled word.
Solution
Correct Answer: Option B
- Treacherous (Option 2) বানানটি সঠিক, যার বাংলা অর্থ বিশ্বাসহন্তারক, বিশ্বাসঘাতক বা প্রতারক।
- ইংরেজি শব্দটি "Treachery" (বিশ্বাসঘাতকতা) থেকে উদ্ভুত হয়েছে।
- শব্দটির সঠিক বানান মনে রাখার জন্য একে ভেঙে এভাবে পড়া যেতে পারে: Trea + cher + ous।
- বাকি অপশনগুলোর বানান (Treacharous, Trecherous, Trecharous) ব্যাকরণগতভাবে ভুল এবং এদের কোনো অর্থ নেই।